IMG-LOGO

রবিবার, ৫ই মে ২০২৪ খ্রিস্টাব্দ
২২শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল ১৪৪৫ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশায় পুলিশ সুপারের বাড়িতে চুরি৫ মে সারা দেশের সব স্কুল-কলেজ খোলামোহনপুরে মদ্যপান অবস্থায় ওয়ার্ড আ.লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৩‘প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন তার যাওয়ার সময় হয়েছে’পূর্ব সুন্দরবনে ভয়াবহ আগুনরুয়েটে মোটিভেশনাল স্পিচ দিলেন শিল্পপতি আলহাজ্ব মিজানুর রহমানজিম্মি চুক্তিতে যুদ্ধবিরতির ঘোষণা যে কোনো সময়নাচোলে বিএনপির সাবেক সেক্রেটারীর ইন্তেকালফুলবাড়ীতে বিষ প্রয়োগে ৬ বিঘা জমির ধান নষ্টের অভিযোগপোরশায় ছড়িয়ে পড়েছে গরুর ল্যাম্পি ডিজিজ রোগবিয়ের দাবিতে ছেলের বাড়িতে তরুণীর অনশন, অতঃপরবালিশে বুক ঢেকে হোটেল থেকে বের হলেন পপ তারকা ব্রিটনিবৃষ্টি বেড়ে কাল থেকে বিভিন্ন স্থানে কমতে পারে তাপমাত্রাহেলিকপ্টারে আগুন, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন অভিনেতা দেবআজ আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা
Home >> রাজশাহী >> রাজশাহীর ১৯নং ওয়ার্ডে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

রাজশাহীর ১৯নং ওয়ার্ডে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৮ গ্রুপের কাজের মধ্যে মহানগরীর ১৯নং ওয়ার্ডে একটি গ্রুপের কাজের উদ্বোধন করা হয়েছে। ১৯নং ওয়ার্ডের ছোটবনগ্রাম প্রফেসরপাড়া এলাকায় রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। ১৯নং ওয়ার্ডে এ প্রকল্পের আওতায় ৮ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে ৮৮টি রাস্তা (কার্পেটিং ও সিসি রোড) ও ড্রেন নির্মাণ করা হবে।

রোববার দুপুরে ছোটবনগ্রাম ১২ রাস্তা মোড় হাসান মন্ডলের বাড়ী হতে ছোটবনগ্রাম ব্যাংক টাউন ব্রিজ পর্যন্ত ২ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে ড্রেন নির্মাণ কাজ উদ্বোধন করেন মেয়র। কাজের উদ্বোধনের পর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং মিষ্টি বিতরণ করা হয়।

রাস্তা ও ড্রেনের উদ্বোধন অনুষ্ঠানে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী মহানগরীর ব্যাপক উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় তিন হাজার কোটি টাকার একটি প্রকল্প বরাদ্দ দিয়েছেন। সেই প্রকল্পের আওতায় নগরীর সকল ওয়ার্ডে রাস্তা, ড্রেনসহ অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন করা হবে। প্রকল্পের কাজ শুরু হলো, আগামী আড়াই বছর এই কাজ চলমান থাকবে।

মেয়র আরো বলেন, রাজশাহীকে একটি উন্নত, বাসযোগ্য ও দক্ষিণ এশিয়ার মধ্যে সেরা শহরে পরিণত করতে আমরা কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে রাজশাহী পরিস্কার-পরিচ্ছন্নতায় দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছি। এই অর্জন ধরে রাখার পাশাপাশি রাজশাহীকে আরো সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে নগরবাসীর সহযোগিতা একান্তভাবে কামনা করছি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাসিকের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন। তিনি তাঁর বক্তব্যে বলেন, মাননীয় নগরপিতা খায়রুজ্জামান লিটন মহোদয় ১৯নং ওয়ার্ডে ব্যাপক উন্নয়নের জন্য সর্বোচ্চ অর্থ বরাদ্দ দিয়েছেন। মেয়র মহোদয়ের এই বরাদ্দকৃত অর্থ দিয়ে আমরা ওয়ার্ডবাসীর উন্নয়নে ৮৮টি রাস্তা ও ড্রেন যথাযথভাবে নির্মাণ করবো। আমরা আশা করি আগামীকে ১৯নং ওয়ার্ডবাসী উন্নয়নে অর্থ বরাদ্দ দেওয়া হবে। মেয়র মহোদয়ের স্বপ্নের বাসযোগ্য ও উন্নত রাজশাহী মহানগরী গড়তে আমরা তাঁর নির্দেশনা মতো কাজ করে যাব।

উদ্বোধনী অনুষ্ঠানে শাহমখদুম থানা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আকতারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু, প্রফেসর মিন্টু, মহানগর আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য শাহাবুদ্দিন, মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও দৈনিক সানশাইন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ইউনুস আলী, প্রফেসর আজিজুল ইসলাম, প্রফেসর বায়েজিদ বোস্তামী, প্রফেসর জহুর আলী, ১৯নং ওয়ার্ড উত্তর আওয়ামীলীগের সভাপতি মোঃ হাসেন মন্ডল, সাধারণ সম্পাদক বাবর আলী, প্রকল্পের পরিচালক নুর ইসলাম তুষার, সহকারী প্রকৌশলী সৈয়দ সাইদ আহম্মেদ, উপ-সহকারী প্রকৌশলী মোকাম্মেল আলী, উপ-সহকারী প্রকৌশলী আলমতি শারাফুদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী তাসনিম আরা, মহানগর যুবলীগের সহ-সভাপতি মোখলেসুর রহমান মিলন, ১৯নং ওয়ার্ড সচিব নুর ইসলাম ফয়সাল, নির্মাণ কাজ বাস্তবায়নকারী প্রতিষ্ঠান মাসুদ হাইটেক ইঞ্জিনিয়ার ও তানভীর কনস্ট্রাকশন লিমিটেড জেভি। অনুষ্ঠানে প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ার উত্তম মিত্রা, প্রজেক্ট ম্যানেজার রাইসুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৮টি গ্রুপের কাজের মধ্যে প্যাকেজ-৫ এর আওতায় ১, ২ ও ৩নং ওয়ার্ডে ২২ কোটি ৬৮ লাখ ১২ হাজার ১১২ টাকা, প্যাকেজ-৬ এর আওতায় ৪, ৫, ৬ ও ৮নং ওয়ার্ডে ২৩ কোটি ৬৭ লাখ ৯৩ হাজার ৮৮৪ টাকা, প্যাকেজ-৭ এর আওতায় ২৩ কোটি ৬৫ লাখ ৬৪ হাজার ৮৬০ টাকা, প্যাকেজ-৮ এর আওতায় ১০, ১৪, ১৫ ও ১৬নং ওয়ার্ডে ২৪ কোটি ২৭ লাখ ২২ হাজার ৮১১টাকা, প্যাকেজ-৯ এর আওতায় ১৭, ১৮ ও ১৯নং ওয়ার্ডে ২৪ কোটি ৪৪ লাখ ৬২ হাজার ২৪৩ টাকা, প্যাকেজ-১০ এর আওতায় ২০, ২১, ২২, ২৩ ও ২৪নং ওয়ার্ডে ২২ কোটি ৭ লাখ ২৬ হাজার ৫৪৭ টাকা, প্যাকেজ-১১ এর আওতায় ২৬, ২৭ ও ২৮ নং ওয়ার্ডে ২৪ কোটি ৮ লাখ ৫১ হাজার ২২৮ টাকা, প্যাকেজ ১২ এর আওতায় ২৫, ২৯ ও ৩০নং ওয়ার্ডে ২২ কোটি ৬৩ লাখ ৩৭ হাজার ৩৮৫ টাকার উন্নয়ন কাজ বাস্তবায়িত হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news