ধূমকেতু প্রতিবেদক : আজ ১ মার্চ বিশিষ্ট ভাষাসৈনিক ও রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য সাইদ উদ্দীন আহমদের ৭ম মৃত্যুবার্ষিকী। ২০১৪ সালের আজকের এই দিনে মারা যান তিনি। মৃত্যুবার্ষিকী স্মরণে এক সভার আয়োজন করেছে রাজশাহী প্রেসক্লাব ও আতাউর রহমান স্মৃতি পরিষদ।
সোমবার বিকাল সাড়ে ৩টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে।
রাজশাহী প্রেসক্লাব ও আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন, রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য বিশিষ্ট কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা।
আরও বক্তব্য রাখবেন, রাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্না, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল, সালাউদ্দীন মিন্টু প্রমুখ।