ধূমকেতু নিউজ ডেস্ক : প্রায় ৫ মাস পর স্টেশন কাউন্টার থেকে রেলের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ বিক্রি করা হয়েছে ২১ সেপ্টেম্বরের টিকেট। তবে অনেকেই ২১ সেপ্টেম্বরের আগের টিকিট কিনতে এসে না পেয়ে হতাশ হয়েছেন।
স্টেশন ম্যানেজার জানান, যেহেতু অনলাইনে ১০ দিন আগের টিকিট দেওয়া থাকে এবং শতভাগই বিক্রি হয়ে গেছে, সে কারণে ১০ দিনের কোনও টিকিট কাউন্টারে মিলবে না।
আবারো পুরোদমে চলছে রেল। করোনা সংক্রমণ শুরুর পর কয়েক মাস পুরোপুরিই বন্ধ ছিল, পরে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে আবার চালু হয়। এবার সব রুটে চলবে ট্রেন।
গত ২৬ মার্চ থেকে রেল স্টেশনের কাউন্টারে আগাম টিকিট বিক্রি বন্ধ রাখা হয়। শনিবার সকাল থেকে আবারও আগাম টিকিট বিক্রি শুরু হয়। সংক্রমণরোধে আসন সংখ্যার ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হচ্ছে। এর মধ্যে ২৫ শতাংশ স্টেশনের কাউন্টারে বিক্রি করা হচ্ছে। বাকি ২৫ শতাংশ পাওয়া যাবে অনলাইনে।
প্রথম দিনে ২১ সেপ্টেম্বরের টিকেট দেয়া হচ্ছে। তবে এর আগের তারিখের টিকেট নিতে এসে না পেয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
ভুক্তভোগীরা জানান, অনেকে তো নেট ব্যবহার করে না, বলছে অনলাইনে টিকিট কাটতে হবে। কিন্তু কেন? আমি তো এটা জানি না, এটা তো প্রচারও হয়নি। এটা কোন ধরনের যাত্রী ভোগান্তি? ভোগান্তি তো বাড়ছেই। আমি অসুস্থ মানুষ, এখন বাসায় যাব কিভাবে? অন্য আরেকজন বলেন, আমরা জানি যে সাধারণ মানুষ স্টেশনে গেলে কাউন্টারে টিকিট পাবে। কিন্তু এখানে আসার পরে টিকেট নাই।
কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, অনলাইনে সব টিকেট দিয়ে দেয়ায় ২১ সেপ্টেম্বর কোনো টিকেট কাউন্টারে পাওয়া যাবে না।
কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, যারা অনলাইন বোঝে না বা অনলাইনে টিকিট কাটতে সমস্যা হচ্ছে তাদের কথা বিবেচনা করেই কাউন্টারে টিকিট বিক্রি। মোট আসনের অর্ধেকই থাকবে। যে ৫০ শতাংশের পুরোটাই অনলাইনে বিক্রি হতো সেখান থেকে ২৫ শতাংশ কাউন্টারে বিক্রি হবে।
নির্দেশনা অনুযায়ী কাউন্টার থেকে ২৫ শতাংশ আসনের টিকিট বিক্রি করা হবে এবং স্ট্যান্ডিং টিকিট ইস্যুও বন্ধ রয়েছে বলে জানান তিনি।