ধূমকেতু নিউজ ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস পরাজয়ে শঙ্কিত আফগানিস্তান। আবুধাবি টেস্টে ৩৫.২ ওভারে ১৩১ রানে অলআউট হওয়া আসগর আফগানের নেতৃত্বাধীন দলটি ১১৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ে ইনিংস পরাজয়ে শঙ্কিত।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে স্কোর বোর্ডে মাত্র ৪৭ রান যোগ করতেই আফগানিস্তান হারায় প্রথম সারির ৬ ব্যাটসম্যানের উইকেট।
ওপেনার ইব্রাহিম জাদরান উইকেটের এক পাশ আগলে রাখলেও অন্য প্রান্তে আসা-যাওয়ার মধ্যে ছিলেন আব্দুল মালেক, মুনির আহমেদ, রহমত শাহ, হাসমতউল্লাহ শহীদি, আফসার জাজাই ও অধিনায়ক আসগর আফগানরা।
সপ্তম উইকেটে ওপেনার ইব্রাহিমের সঙ্গে ৩৪ রানের জুটি গড়ে সাজঘরে ফেরেন আব্দুল ওয়াসি। ৮১ রানে ৭ উইকেট পতনের পর ইব্রাহিমের সঙ্গে দলের হাল ধরেন বাঁ-হাতি স্পিনার আমির হামজা। অষ্টম উইকেটে তাদের এই জুটিতেই ইনিংস পরাজয়ের শঙ্কা এড়ায় আফগানিস্তান।
দলকে ইনিংস পরাজয়ের লজ্জা থেকে বাঁচাতে অনবদ্য ব্যাটিং করেন আফগান ওপেনার ইব্রাহিম জাদরান। এ রিপোর্ট লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ১১৬ রান। এখনও ৩ রানে পিছিয়ে রয়েছে আফগানিস্তান। ৬৮ রানে অপরাজিত আছেন ইব্রাহিম।