ধূমকেতু নিউজ ডেস্ক : প্রায় দু’বছর পর ভারতের মাটিতে ফিরছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। করোনা মহামারির জন্য ২০২০ সালের আইপিএলের আসর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়। তবে আইপিএল ২০২১ আয়োজিত হবে ভারতের মাটিতেই। বিসিসিআইয়ের পক্ষ হতে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়র লিগের সূচি ঘোষণা করা হয়। জানিয়ে দেওয়া হয় কবে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের চতুর্দশ আসর। সেই সঙ্গে এও জানিয়ে দেওয়া হয় যে, কোন কোন শহরে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট।
জানা যাচ্ছে, বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্লে অফের পাশাপাশি আইপিএল ২০২১এর ফাইনাল ম্যাচ ৩০শে মে ২০২১-এ অনুষ্ঠিত হবে। প্রতিটি দল লিগ পর্যায়ে চারটি ভেন্যুতে খেলতে নামবে। লিগের ৫৬ টি ম্যাচের মধ্যে চেন্নাই, মুম্বাই, কলকাতা ও বেঙ্গালুরুতে ১০ টি করে ম্যাচ আয়োজন হবে এবং আহমেদাবাদ ও দিল্লি আটটি করে ম্যাচ আয়োজন হবে।
ভিভো আইপিএলের এই সংস্করণের অন্যতম হাইলাইট হল সমস্ত ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে খেলা হবে, কোনও দল তাদের হোম ভেন্যুতে খেলবে না। লিগ পর্বের সময় সমস্ত দল ৬ টির মধ্যে ৪ টিতে খেলবে।
বাংলাদেশ সময় বিকেল ৪টায় আর রাতের ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।