ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক এস্টেট অফিসার ও ময়রের প্রাক্তন সহকারি একান্ত সচিব বিভুতি ভূষন চাকী বাবুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন মেয়র মহোদয়।
শোক বার্তায় বিভুতি ভূষন চাকী বাবুর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান মেয়র।
উল্লেখ্য, মহানগরীর ফুদকিপাড়া নিবাসী বিভুতি ভূষন চাকী বাবু বুধবার দিবাগত রাত রাত্রী ১ টা ৩০ মিনিটে নিজ বাসভবনে বাধ্যর্কজনিত কারণে ইহকালের মায়া ত্যাগ করেছেন।