ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাল্য বিয়ের দায়ে ১২দিন পর মেয়ের পিতার ১৫দিনের বিনাশ্রম করাদন্ড প্রদান করেছেন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাবিহা সুলতানা ।
শুক্রবার বিকেল ৫ টায় এ কারাদন্ড প্রদান করেন।
উল্লেখ্য যে, গত ফেব্রুয়ারী মাসের ২৮ তারিখে নাচোল উপজেলার ঘিওন গ্রামের আব্দুল বাসির এর ছেলে মোহবুল হক তার মেয়ে মৌসুমী খাতুন (১৫) বিয়ে দেন, উপজেলার পূর্ব লক্ষনপুর গ্রামের কাউসার আলী (১৬) সাথে।
শুক্রবার বিয়ের ধুমধাম অনুষ্ঠান হচ্ছিল মোহবুলের বাড়িতে, এসময় এলাকাবাসী হটলাইনে ফোন দিলে থানা পুলিশ উপস্থিত হয়ে মেয়ের পিতা মোহবুল হককে আটক করে, উপজেলা নির্বাহী অফিসারের নিকট হাজির করেন।
এসময় মোহবুল হক তার অপরাধের কথা স্বীকার করায় ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।