ধূমকেতু নিউজ ডেস্ক : নেপালের মধ্য সিন্ধুচলক জেলার বারাহাবি পৌরসভায় রোববার ভোরে তিনটি বসতিতে দুটি পৃথক ভূমিধসে কমপক্ষে ৯ জন মারা গেছে এবং ২২ জন নিখোঁজ রয়েছে, স্থানীয় এক উর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা এ কথা জানায়। খবর সিনহুয়া’র।
রোববার (১৩ সেপ্টেম্বর) সিন্ধুচলক, জেলা প্রশাসন অফিসের প্রধান জেলা কর্মকর্তা (ডিএও) উমেশ কুমার ঢাকল সিনহুয়াকে জানিয়েছেন, ‘নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালিয়ে ভূমিধস এলাকা থেকে নয়টি লাশ উদ্ধার করা হয়।’
ওই কর্মকর্তা জানান, রাতে বৃষ্টিপাতের ফলে রোববার স্থানীয় সময় ভোর ৪ টা ৪০ মিনিটে এই ভূমিধসের ঘটনা ঘটে।
প্রধান জেলা কর্মকর্তা জানান, ১৯টি বাড়ি পুরোপুরি ধসে গেছে এবং অন্যান্য অনেক বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিধসের পর মোট ২২২টি পরিবারকে পুনর্বাসনের জরুরি প্রয়োজন দেখা দিয়েছে।