ধূমকেতু নিউজ ডেস্ক : আগামী ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (মাউশি)।
মঙ্গলবার মাউশি উপ পরিচালক (প্রশাসন) মো. রুহুল আমিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেয়া হয়।
এর আগে ২৭ ফেব্রুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভার কার্যবিবরণীর আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে এ নির্দেশ দেয়া হয়।
আদেশে বলা হয়, আগামী ৩০ মার্চ সকল সরকারি-বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে পাঠদান কার্যক্রম শুরু করার জন্য মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হলো।
কোন শিক্ষাপ্রতিষ্ঠানের সংস্কার অথবা মেরামতের প্রয়োজন হলে তা ৩০ মার্চের আগে সম্পন্ন করতে প্রধান প্রকৌশলী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে নির্দেশনা দেয়া হয়েছে।
এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর এসএসসি শিক্ষার্থীদের ৬০ কর্ম দিবস এবং এইচএসসি শিক্ষার্থীদের ৮০ কর্মদিবস পাঠদান পূর্ব সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষার জন্য মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, সভাপতি আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব- কমিটি ও চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে নির্দেশ দেয়া হয়েছে।