ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বিদের দোল উৎসব পালিত হয়। তারই ধারাবাহিকতায় নগরীর ষষ্টিতলা কালি মন্দিরে পূজা অর্চনায় মেতেছে সনাতন ধমাবলাম্বিরা। ছোট থেকে বড় বিভিন্ন বয়সের মেলবন্ধনে আবির খেলা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ঘরোয়া পরিবেশে স্বল্প পরিসরে উৎসবটি উৎযাপন করা হচ্ছে।
ফাগুন হাওয়ায় লেগেছে যে রঙ। আজ দোল উৎসব। সকলের সঙ্গে রঙ মেলানোর দিন। রঙের নেশায় রঙিন হওয়ার উৎসব। নিজের রঙে প্রিয়জনকে রাঙিয়ে নেওয়ার উৎসব। সকাল থেকেই উৎসবের মেজাজে রাজশাহী।
করোনা আতঙ্ককে দূরে সরিয়ে দোল উৎসবে মুখর বাংলা। রঙের নেশা, আবির ছোঁয়ায় মাতোয়ারা রাজশাহী। ঋতুরাজ বসন্তে শিমূল-পলাশের ছড়াছড়ি। রং বাহারি গ্রামবাংলায় আজ রঙের খেলা। প্রকৃতির গায়েও লেগেছে রঙের ছোঁয়া। শিমূল-অশোক-পলাশের রঙে যেন আগুন লেগেছে বনে বনে। জেলায় জেলায় ফাগুন হাওয়া। করোনা ধাক্কায় এবার বড় পরিসরে বাতিল দোল উৎসব। কিন্তু পাড়া মহল্লার বিভিন্ন অলিগলিতে এবং মন্দিরগুলোর সামনে ছোট পরিসরে আয়োজন করা হয়েছে দোল উৎসবের।
গুরুজনদের আবির প্রণাম, কচিকাচাদের রং পিচকিরি। সঙ্গে ঠান্ডাই, মিষ্টি মুখ। সকাল থেকেই পুরোদমে বসন্ত বন্দনায় বাঙালি।