ধূমকেতু নিউজ ডেস্ক : এবার করোনায় আক্রান্ত হলেন টলিউডের প্রবীণ অভিনেতা ভারত কল। সঙ্গে তার স্ত্রী জয়শ্রী মুখোপাধ্যায়ও সংক্রমিত হয়েছেন। এক পোস্টের মাধ্যমে এই খবর জানিয়েছেন অভিনেতা নিজেই। পোস্টে তিনি লিখেন, ‘আমি এবং আমার স্ত্রী কোভিড পজিটিভ’।
তার আন্তরিক অনুরোধ, ‘আমাদের জন্য প্রার্থনা করুন’।
ভারত জানান, গত দুইদিন থেকে জ্বরে ভুগছেন। ওষুধ খেলে জ্বর ছেড়ে যাচ্ছে। নির্দিষ্ট সময়ের পরে আবার ফিরে আসছে। এর পরেই তিনি কোভিড পরীক্ষা করান। এরপর জানতে পারেন তিনি এবং জয়শ্রী কোভিড পজিটিভ।
তিনি বলেন, জ্বর আর প্রচণ্ড গায়ে ব্যথা ছাড়া আপাতত কোনও সমস্যা নেই। এখনও স্বাদ-গন্ধহীন হইনি আমরা।
করোনা পরীক্ষার রিপোর্ট পেয়েই ভারত ও তার স্ত্রী এক ঘরে গৃহবন্দি। অন্য ঘরে রয়েছেন অভিনেতার মা ও মেয়ে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যে ধরনের খাবার, ফল খাওয়া দরকার তা খাচ্ছেন। তার মধ্যেই ভারতের ছোট্ট আফসোস, কোভিডের টিকা নেওয়া হয়নি তার। জানালেন, ‘‘সরকারি-বেসরকারি হাসপাতালের ভিড় এড়াতেই আর যাওয়া হয়নি। এখন মনে হচ্ছে টিকাটা নেওয়া থাকলে ভাল হতো।’’