ধূমকেতু প্রতিবেদক : পাবনায় ০১ টি ওয়ান শুটারগান, ০১ রাউন্ড কার্তুজ ও ০৩ টি চাপাতিসহ রাতুল হেসেন (১৮) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। সোমবার রাত সোয়া ১১ টার দিকে পাবনা জেলার সদর থানাধীন পশ্চিম সাধুপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রাতুল পাাবনা জেলার সদর থানাধীন পশ্চিম সাধুপাড়া এলাকার মুজিব হোসেনের ছেলে।
র্যাব-১২ জানায়, সোমবার রাত সোয়া ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে পাবনা জেলার সদর থানাধীন পশ্চিম সাধুপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী রাতুল হেসেনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ০১ টি ওয়ান শুটারগান, ০১ রাউন্ড কার্তুজ ও ০৩ টি চাপাতি জব্দ করা হয়।
র্যাব-১২ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়সহ নিজ হেফাজতে রেখে অপরাধ মূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে।