মোঃ গোলাম মোস্তফা (মুকুল)
বেশতো দিন যাচ্ছে চলে
ঘি আর পোলাও ভাতে,
তোমরা বড়ই কাঙ্গাল জাতি
খই মুড়ি আর পান্তাভাতে।
তোমরা ভাই সেকেলে বটে
ধূতি আর পাঞ্জাবীতে।
বৈশাখ এলে উঠো মেতে
গেঁয়ো বাংলার রাস্তা ঘাটে
বাউলের এক তারাতে
পল্লিগীতি ভাওয়াইয়াতে।
তোমরা ভাই সেকেলে বটে
ধূতি আর পাঞ্জাবীতে।
স্যাক্সোফোন গিটার হাতে
ছেড়া প্যান্ট জিন্সের সার্টে
আমি বেশ আধুনিকটে
ঝাঁকড়া চুলের ইষ্টাইলেতে।
তোমরা ভাই সেকেলে বটে
ধূতি আর পাঞ্জাবীতে।
বর্ষপঞ্জি ইংরেজি তে
চুরুট আর পানশালাতে
আমি ভাই মহা হ্যাপি
পপ সঙ্গীতের কনসার্টে।
তোমরা ভাই সেকেলে বটে
ধূতি আর পাঞ্জাবীতে।
লেখক : মোঃ গোলাম মোস্তফা (মুকুল), রাজশাহী।