ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানে বিমান হামলায় বহু তালেবান নিহত হয়েছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের দুটি তালেবান ঘাঁটিতে সরকারি সেনারা এ বিমান হামলা চালায়। এতে কয়েক ডজন তালেবান নিহত হয়েছে।
কুন্দুজ প্রদেশের খান আবাদ এলাকায় আফগান সেনাদের ওপর তালেবান গেরিলারা হামলা চালানোর পর দেশটির সরকারি বাহিনী পাল্টা বিমান হামলা চালায়। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
আফগানিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, বিমান হামলায় ৪০ জনের বেশি তালেবান নিহত হয়েছে। এছাড়া, আট তালেবান আহত হয়েছে বলে জানান আফগান কর্মকর্তারা। বিমান অভিযানে চারটি গাড়ি, আটটি মোটরসাইকেল এবং বিপুল পরিমাণে অস্ত্র ও সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে।
কাতারের রাজধানী দোহায় আফগান সরকারের প্রতিনিধিদল এবং তালেবানের মধ্যে শান্তি আলোচনা শুরুর এক সপ্তাহ পর এই বিমান হামলা হলো।
কুন্দুজ প্রদেশের একজন সরকারি কর্মকর্তা জানান, বিমান হামলায় ১১ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে বেসামরিক লোকজন নিহত হওয়ার বিষয়টি তদন্ত করে দেখা হবে।