ধূমকেতু নিউজ ডেস্ক : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় দুই পরিবারের সংঘর্ষ চলাকালে ছুরিকাঘাতে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
রোববার রাতে উপজেলার বেইলি ইউনিয়নের আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে। সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার জানান, শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে রোববার রাত ৯টার দিকে দুই চাচাতো ভাই রাসেল ও আলমগীরের ঝগড়া হয়। একপর্যায়ে রাসেল ছুরিকাঘাত করলে আলমগীর ও তার স্ত্রী মুর্শেদা ঘটনাস্থলেই মারা যান।
তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ দুটি সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রাসেল ঘটনার পর থেকেই পলাতক। তাকে আটক করতে পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি।