ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, দেশের উন্নয়নে বঙ্গবন্ধুর স্বপ্ন আজ ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে। কিন্তু ধর্ম ব্যবসায়ীদের প্রতিহত করতে না পারলে দেশের এই উন্নয়ন অগ্রযাত্রা বাধাগ্রস্থ্য হবে।
মুক্তিযুদ্ধের সময় যে ভারত এদেশের ১ কোটি মানুষকে আশ্রয় দিয়েছিলেন। যে দেশ বাংলাদেশের স্বাধীনতা অর্জনে অগ্রণি ভুমিকা রেখেছিল সেই দেশের প্রধানমন্ত্রী এদেশে আসতে বিরোধীতা করেছে এই ধর্মব্যবাসায়ীরা।
সোমবার সকাল ১১টায় নাটোরের সিংড়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিমন্ত্রী পলকের পক্ষে উপজেলার ১০৮টি ওর্য়াড আওয়ামীলীগের নেতা কর্মীদের মাঝে ঈদের শুভেচ্ছা উপহার বিতরণকালে তিনি এই কথা গুলো বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমানের সভাপতিতে বক্তব্য দেন,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুল হাবিব রুবেল, জাহিদুল ইসলাম ভোলা, অধ্যক্ষ রাজু আহমেদ নাজিম প্রমুখ।
উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম শরীফ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এড সাইদুর রহমান সৈকত প্রমুখ।