ধূমকেতু প্রতিবেদক : পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পেঁয়াজ, তেল, ডাল ও চিনি বিক্রি করে থাকে। সাশ্রয়ী ও নির্ধারিত মূল্যে টিসিবি এসব পণ্য বিক্রি করে থাকলেও টিসিবির এই পণ্য সবাই পাচ্ছেনা। এর অন্যতম কারণ হচ্ছে একটি সিন্ডিকেটচক্র নগরীর যেসব স্থানে টিসিবির পণ্য বিক্রি হয় সেসব স্থানে ভাগ ভাগ হয়ে লাইনে দাঁড়িয়ে সেই তেল, ডাল ও চিনি কিনে অন্যের নিকট বিক্রি করে থাকে। এতে প্রকৃত ক্রেতারা বঞ্চিত হচ্ছেন। লাইনে দাঁড়িয়ে কেনা এসব পণ্য তারা বাইরে মানুষের কাছে চড়া দামে বিক্রি করছে। এখন নগরীর সাহেববাজারসহ বিভিন্ন স্থানে এসব পণ্য পাওয়া যাচ্ছে। আর বাজার থেকে একটু কম দামে পাওয়ার কারণে এদের কাছ থেকে কিনছেন অনেকেই।
খোঁজ নিয়ে জানা গেছে, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি বেশ কিছুদিন ধরে রাজশাহী মহানগরীর কয়েকটি পয়েন্টে তেল, চিনি ও ডালসহ কয়েকটি পণ্য বিক্রি করছে। পণ্য থাকা পর্যন্ত সকাল থেকে বিক্রি করলেও অধিকাংশ প্রকৃত ক্রেতাদের কাছে অধরাই থেকে যাচ্ছে এসব সাশ্রয়ী দামের পণ্য। এতে প্রকৃত ক্রেতারা বঞ্চিত হচ্ছেন। আর সিন্ডিকেট করে নগরীর বিভিন্ন স্থানে লাইনে দাঁড়িয়ে কিছু নারী ও কিশোর এসব পণ্য সংগ্রহ করছে। পরে তারা এসব পণ্য বাইরে বেশি দামে বিক্রি করছে।
বৃহস্পতিবার দুপুরে নগরীর প্রাণকেন্দ্র সাহেব বাজার জিরোপয়েন্ট এলাকায় আনু নামের এক নারীকে টিসিবির ৫ লিটারের তেল বিক্রি করতে দেখা যায় ৪৫০ টাকায়। টিসিবির ট্রাকে করে এই তেল বিক্রি করছে ৪০০ টাকায়। আর তারা লাইনে দাঁড়িয়ে কেনা ৫ লিটারের তেল বিক্রি করছে ৪৫০ টাকায়। তার মতো আরো কয়েকজনকে এসব তেল বিক্রি করতে দেখা যায়।
টিসিবির তেল বিক্রি করা ওই নারীর সাথে কথা হলে তিনি জানান, তিনি ছাড়াও তার সাথে আরো ১০/১২ জন রয়েছেন। যারা নগরীর বিভিন্ন স্থান থেকে লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য কিনে বাইরে বিক্রি করছে। তিনি আরো জানান, প্রতিদিন তারা টিসিবির পণ্য তুলে প্রতিদিন বিক্রি করে থাকে।
প্রতিদিন তাদের নিকট ট্রাক থেকে একই পণ্য বিক্রি করে কিনা জানতে চাইলে তিনি জানান, তারা ভাগ ভাগ হয়ে এসব পণ্য সংগ্রহ করে। অনেক সময় বিক্রেতারা বুঝতে পারলেও তারা তাদের নিকট এই সকল পণ্য বিক্রি করে থাকেন।
নাম না প্রকাশ করার শর্তে আরেকজন বলেন, লাইনে দাঁড়িয়ে কিনে বাইরে বিক্রি করলে কিছু টাকা লাভ হয়। লাভের আশায় আমরা এসব কাজ করি। এভাবে তার মতো আরো বেশ কয়েকজন এমন কাজ করে বলে অভিযোগ রয়েছে। এই সকল সিন্ডিকেটচক্রের জন্য প্রকৃত ক্রেতারা সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য ক্রয় করতে পারছেন না। এ বিষয়ে কথা বলতে রাজশাহী টিসিবির আঞ্চলিক অফিস প্রধান রবিউল মোর্শেদের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।