ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের সত্যপাড়ায় ভোগ দখলকৃত সরকারি জায়গায় ‘মুজিব শতবর্ষ’ উপলক্ষে গড়ে তোলা হয়েছে গুচ্ছগ্রাম । দখলদাররা সেই জায়গায় ৩০/২৫ বছর আগে থেকে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ লাগিয়ে ভোগদখল করে আসছিলো। সেই গাছগুলো উপজেলা প্রশাসন জোড় করে কেটে নিয়ে গিয়ে বিক্রয় করে দেন। গাছ কাটার পর ঐ ফাঁকা জায়গায় অপরিকল্পিত ভাবে তৈরি করা হয় এই গুচ্ছগ্রাম। আর ঐ গুচ্ছগ্রামে যাওয়ার জন্য সরকারি কোন রাস্তা নেই বলে জানিয়েছেন স্থানীয় এলাকাবাসীরা। গুচ্ছগ্রামের চারপাশে ব্যক্তিমালিকানা জমি থাকায় মানুষ চলাচলের জায়গা রেখে বাঁকি জায়গা বাঁশের দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এতে গত ১৭দিন থেকে দূর্ভোগে পড়েছে গুচ্ছগ্রামবাসী। গুচ্ছগ্রামে প্রবেশে সরকারি ভাবে রাস্তা করে দেওয়ার দাবী জানিয়েছে গুচ্ছগ্রাম বাসীরা।
জানা গেছে, ‘মুজিব শতবর্ষ’ উপলক্ষে বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের সত্যপাড়ায় সরকারি জায়গায় গৃহহীনদের জন্য সরকার ২৯টি ইটের পাঁকা বাড়ি তৈরী করে দিয়েছে সরকার এবং সেই ২৯টি ঘর ২৯ জন ব্যক্তির নামে রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে। ঐ ২৯টি পরিবার ঘর বরাদ্ধ পেলেও সেখানে কেউ বসবাস করেননি। কিন্তু গত রোজার আগে ২৯টি পরিবারের মধ্যে ১৩টি পরিবার ঐ গুচ্ছগ্রামে উঠে বসবাস শুরু করেন। গ্রাম থেকে প্রায় ৩০০ ফুট দূরে দক্ষিণ ও প্রায় ৬০০ ফিট দূরে পূর্বদিকে রয়েছে সরকারি রাস্তা। ওই রাস্তা থেকে গ্রামে প্রবেশের জন্য দক্ষিণ দিকে আমবাগান, উত্তর দিকে গ্রামবাসীর খলিয়ান ও পূর্বদিকে কবরস্থানের জঙ্গলের ভিতর দিয়ে তারা চলাচল করতো।
গ্রামের চারপাশে ব্যক্তিমালিকানা জমি হওয়ায় সবদিক বাঁশের বেঁড়া দিয়ে তাদেরকে উত্তর দিকে খলিয়ানের ওপর দিয়ে চলাচল করতে বলা হয়। গুচ্ছগ্রামবাসীরা পায়ে হেঁটে চলাচল করতে পারলেও তাদের ভ্যান বাড়িতে নিয়ে যেতে পারেন না। বর্ষা মৌসুমে খলিয়ানের ওপর দিয়ে ভ্যান আসা-যাওয়া করতে দিচ্ছে না জমির মালিকরা। গত ১৫দিন যাবৎ ভ্যান চালচল ব্যহত হয়ে পরছে গুচ্ছগ্রাম বাসীদের। তাদের ভ্যান মালামাল নিয়ে বাড়িতে যেতে পারছে না। এতে সমস্যায় পড়েছেন গুচ্ছগ্রামবাসীরা। সমস্যাটি সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
গুচ্ছগ্রামের বাসীন্দা ভ্যানচালক জুয়েল হোসেন ও আফজাল হোসেন বলেন, ঈদের পরদিন গুচ্ছগ্রামের চারপাশে বাঁশের বেড়া দেওয়া হয়েছে। গ্রামে পায়ে হেঁটে প্রবেশ করতে পারলেও ভ্যান বাড়িতে নিয়ে আসা যাচ্ছে না। এজন্য প্রতিদিন ৫০টাকা ভাড়া দিয়ে ভ্যানটি গ্যারেজে রাখতে হচ্ছে। এতে তাদের সমস্যায় পড়তে হয়েছে।
গুচ্ছগ্রামের বাসীন্দা সোহেল, আকলিমা ও আছমাসহ অনেকেই বলেন, গত রমজানের রোজার আগে তারা এই গুচ্ছগ্রামে উঠেছেন। একমাস চলাচলের কোন সমস্যা হয়নি। তবে ১৫/১৬দিন থেকে সমস্যায় পড়েছেন তারা। বাড়িতে ভ্যানে করে কোন মালামাল নিয়ে আসা যায় না। বাড়ি থেকে ভ্যান দুরে রেখেই মালামাল নিয়ে আসতে হয়। গুচ্ছ গ্রামে প্রবেশে সরকারি রাস্তা না থাকায় অন্যের খলিয়ানের ওপর দিয়ে চলাচল করায় আমাদের বিভিন্ন কথা শুনতে হয়। গুচ্ছগ্রামের প্রবেশে সরকারি ভাবে রাস্তা করে দেওয়ার দাবী জানান তারা।
জমির মালিক আব্দুল লতিফ সহ বেশ কিছু ব্যক্তি বলেন, গুচ্ছগ্রামের চারপাশে তাদের শরিকানদের জমি আছে। আগে গুচ্ছগ্রামের উত্তর ও দক্ষিণ পাশ দিয়ে তারা যাতায়াত করত। সেহেতু সবদিকে রাস্তা না দিয়ে গ্রামের উত্তরপাশ খলিয়ানের ওপর দিয়ে মানুষ চলাচলের জন্য রাস্তা দেওয়া হয়েছে। তবে ভ্যান চলাচল করতে দেওয়া হবেনা। কিভাবে তারা চলাচল করবে তারাই জানে। কারন গুচ্ছগ্রাম ঘর নির্মাণের সময় তাদের চলাচলের জন্য কোনো রাস্তা তৈরি করেনি।
তারা আরও জানায়, যে জমির উপর গুচ্ছ গ্রাম নির্মাণ করেছে ঐ জমি তাদের বাপ-চাচার নামে লীজ নেওয়া ছিল। সে জমির উপর ৫ থোকে ৭ লাখ টাকার বিভিন্ন প্রজাতির বনজ ও ফলজ গাছ ছিল। গাছ গুলি পুলিশ পাহাড়ায় ও মেম্বার খালেকুলের সহযোগিতায় জোর পূর্বক কেটে নিয়েছে উপজেলা প্রশাসন। এবং সেই গাছগুলো বিক্রয়ও করেদিয়েছেন। আমরা আদালতে মামলা দিয়েছি। শুনানির আগেই গুচ্ছগ্রাম নির্মাণ করেছে। আমরা অনেক ক্ষতিগ্রস্থ হয়েছি এই গুচ্ছ গ্রামের কারণে। ঐ জমিতে তাদের দুই ভাই প্রায় ৩০ বছর আগে বাড়ি নির্মাণ করে বসবাস করছে। ঐ মালিকানা বাড়ির চতুরদিকে গুচ্ছগ্রামের ঘর নির্মাণ করা হয়েছে। আমাদের কোনো কথায় শোনেনি প্রশাসন।
এ বিষয়ে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলপনা ইয়াসমিনের সাথে কথা বললে তিনি বলেন, বাঁশের বেড়া সরিয়ে দেওয়া হয়েছে।
তবে ২৯ মে (শনিবার) খোঁজ নিয়ে দেখাযায় বাঁশের বেড়া সোরানো হয়নি।