ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্পকাপ ফুটবল টুর্ণামেন্ট এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার ২৯ মে বিকেলে আইপিজে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সীমা শারমিনের সভাপতিত্বে ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু।
এসময় উপস্থিত ছিলেন, বগুড়া জেলা পরিষদের সংরক্ষিত সদস্য আলহাজ্ব মনজু আরা বেগম, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু রেজা খান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হুদা খন্দকার, বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, উপজেলার প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সামছুল হক খন্দকার, জিল্লুর রহমান, আব্দুল হক আবু।
আজ উদ্বোধনী খেলায় নশরতপুর ইউনিয়ন পরিষদ ও ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ অংশ গ্রহণ করেন। খেলায় নশরতপুর ইউনিয়ন পরিষদ অনুর্ধ ১৭ ফুটবল একাদশ ২-০ গোলে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ অনুর্ধ ১৭ একাদশকে পরাজিত করেন। খেলা পরিচালনা করেন স্বপন হোসেন। উল্লেখ্য, এ খেলায় ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় অংশগ্রহণ করবে।