ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের জনপ্রিয় টিভি অভিনেতা করণ মেহরাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে মুম্বাই পুলিশ করণকে গ্রেফতার করে। করণের বিরুদ্ধে তার স্ত্রী নিশা রাওয়াল নির্যাতনের অভিযোগ করেছেন।
মুম্বাই পুলিশের বরাত দিয়ে মুম্বাই মিরর, বলিউড বাবল, বার্তা সংস্থা এএনআইয়ের খবরে বলা হয়েছে, নিশা রাওয়াল গোরেগাঁও থানায় ‘ইয়ে রিশতা কেয়া কেহলতা হ্যায়’ খ্যাত অভিনেতা করণ মেহরার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন। এ অভিযোগ একটি মামলাও করেন।
মুম্বাই পুলিশ করণ মেহরাকে গ্রেফতারের পর তার বক্তব্য রেকর্ড করেছে।
নিশার সঙ্গে করণ মেহরার দাম্পত্য সম্পর্ক ভালো যাচ্ছিল না। দুজন বিচ্ছেদের পথে হাঁটছিলেন। এর আগেই বিষয়টি আদালত পর্যন্ত গড়াল।
২০১২ সালে এ যুগল বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১৭ সালে তাদের কোলজুড়ে আসে পুত্রসন্তান।