ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ জেলায় করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় গোমস্তাপুরে জনসচেতনাতা সৃষ্টির লক্ষে মহন্ত স্টেটের মহন্ত মহারাজ ক্ষিতিশ চন্দ্র আচারি মাক্স বিতরণ করেছেন।
শুক্রবার সকালে উপজেলার রহনপুর পৌর এলাকার পুরাতন বাজার খোয়ারমোড় ও তেঁতুল মোড়ে এ মাক্স বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রহনপুর রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহিন আলম।
জনসাধারনের মাঝে ২ হাজার মাস্ক বিতরন করা হয়েছে। এ বিষয়ে মহন্ত মহারাজ ক্ষিতিশ চন্দ্র আচারি বলেন এই করোনাকালিন দূর্যোগময় মহূর্তে জনসচেতনতার সৃষ্টি ও বিভিন্ন স্বাস্থ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।