ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে জেলা পর্যায়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় বালক-বালিকা অনুর্ধ-১৭ ফুটবল টুর্ণামেন্টের সমাপনী আগামীকাল বুধবার বিকাল ৫ টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
সমাপনীতে রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
বিশেষ অতিথি থাকবেন, রাজশাহী পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল হক, বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ডাবলু সরকার ও সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী অনু এবং জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন।
উল্লেখ্য, রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম ও শারীরিক শিক্ষা কলেজ মাঠে এ টুর্ণামেন্টের আয়োজন করা হয়।
মঙ্গলবার (৮ জুন) সেমিফাইনাল খেলায় বালক বিভাগে দুর্গাপুর উপজেলা ২-০ গোলে বাগমারা উপজেলাকে হারিয়ে ফাইনালে উঠে। বিজয়ী দলের পক্ষে নাজিউল ও ইমন ১টি করে গোল করেন।
এদিকে শারীরিক শিক্ষা কলেজ মাঠে বালিকা বিভাগের সেমিফাইনাল খেলায় গোদাগাড়ী উপজেলা ২-০ গোলে দুর্গাপুর উপজেলাকে হারিয়ে ফাইনালে উঠে। বিজয়ী দলের পক্ষে রুমী ও তিসা ১টি করে গোল করেন।
বুধবার টুর্ণামেন্টের ফাইনালে রাজশাহী সিটি কর্পোরেশনের মধ্যে থানা পর্যায়ে ৪টি দল অংশগ্রহণ করবে। এরা হলো, বালক বিভাগে বোয়ালিয়া ও মতিহার এবং বালিকা বিভাগে শাহমুখদুম ও রাজপাড়া।
রাজশাহী জেলার মধ্যে উপজেলা পর্যায়ে ৪টি দল অংশগ্রহণ করবে। এরা হলো, বালক বিভাগে তানোর ও দুর্গাপুর এবং বালিকা বিভাগে গোদাগাড়ী ও চারঘাট।