ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : করোনার স্বাস্থ্য মানতে অনিহার কারণে দুর্গাপুরে দিন দিন হু হু করে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা।
এজন্য রাজশাহীর দুর্গাপুরে হঠাৎ করে করোনায় সংক্রমণের হার বেড়েই চলেছে। গত এক সপ্তাহে উপজেলায় ৯৩ জন প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। উপজেলায় করোনা আক্রান্তের হার এখন শতকরা ৫০ ভাগের উপরে। হঠাৎ করে করোনা আক্রান্তের হার নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ছেন মানুষজন। জনসাধারণের দাবি অতি দ্রুত উপজেলায় সর্বাত্মক লকডাউনের আওতায় আনা হোক। তা না হলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে।
দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ১০ জুন বৃহস্পতিবার থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট পয়েন্টে করোনা পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। যা ১৫মিনিটের মধ্যেই ফলাফল দেয়া হচ্ছে। নমুনা টেস্টের ফলাফলে বর্তমানে আক্রান্তের হার শতকরা ৫৩.৪২ ভাগ।
গত সপ্তাহে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট পয়েন্টে ১৭৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিলো এর মধ্যে এক শিশু সহ ৯৩ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমন পাওয়া গেছে।
গত ১০ জুন র্যাপিড অ্যান্টিজেন টেস্ট পয়েন্টে ১৯ জনের নমুনায় ১০জন, ১২ জুন ২৩ জনের নমুনায় ১৩ জন, ১৩ জুন ১৭ জনের নমুনায় ৮ জন, ১৪ জুন সোমবার ২৩ জনের নমুনায় ১৩জন, ১৫জুন ২৪জনের নমুনায় ১৬জন, ১৬ জুন ৩৩জনের নমুনায় শিশু সহ আক্রান্ত ১৫জন এবং ১৭ জুন ৩৪ জনের নমুনা সংগ্রহ করে ওর মধ্য ১৮জনের দেহে প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমণ পাওয়া যায়।
এ নিয়ে উপজেলায় করোনা পজেটিভ রোগী সংখ্যা মোট ২১৭জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাবুবা খাতুন বলেন, রাজশাহী মহানগরীর মতো দুর্গাপুর উপজেলাতেও করোনা প্রকোপ বৃদ্ধি পেয়েছে চরম আকারে। কে জানি সাধারণ মানুষদের মাঝে করোনার উপসর্গ থাকলেও পরীক্ষা করাতে চাইছে না। এমনকি বিভিন্ন রোগে হাসপাতালে ভর্তিকৃত রোগীদেরকে করোনা পরীক্ষার জন্য বললে তারা হাসপাতাল থেকে পালিয়ে যাচ্ছেন। বর্তমানে দুর্গাপুর উপজেলায় বিভিন্ন গ্রামগুলোতে মানুষজন সর্দি জ্বর সহ এমনকি করোনার উপসর্গ আছে বলে খবর পাওয়া যাচ্ছে।
তিনি আরও বলেন, জ্বর সর্দিতে যারা ভুগছেন তাদের শরীরে করোনা ভাইরাস থাকতে পারে। উপজেলায় অতি দ্রুত কঠোর লকডাউনের মাধ্যমে সবাইকে করোনা পরীক্ষার আওতায় আনা অতিব জরুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা বলেন, সব সময় বিভিন্ন প্রচারমাধ্যমে সরকারি আদেশ মানতে সবাইকে সচেতন করা হচ্ছে। উপজেলার সকল এলাকায় বিকেল ৫ টার পর ওষুধ ব্যতীত সকল দোকানপাট বন্ধ রাখা হচ্ছে। বর্তমানে যারা অসুস্থ হচ্ছেন, তারা করোনা পরীক্ষা করছেন। যার কারণে আক্রান্তে সংখ্যা বেশি মনে হচ্ছে। যখন সবাই গণহারে করোনা পরীক্ষা করাবে তখন আক্রান্তের সংখ্যা শতকরা ২০ ভাগে নেমে আসবে। এছাড়াও তিনি বলেন, উর্ধ্বতন কর্মকর্তার আদেশ নির্দেশ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।