ধূমকেতু নিউজ ডেস্ক : নাটোরের লালপুরে তৈরি হচ্ছে ভেজাল গুড়। চুন, হাইড্রোজ, ডালডা, ক্ষতিকর রং ছাড়াও অন্যান্য জিনিস দিয়ে এসব ভেজাল গুড় তৈরি করা হয়, যা শরীরের জন্য ক্ষতিকর।
লালপুরে ভেজাল গুড় তৈরি ও সংরক্ষণের দায়ে এক কারখানা মালিককে এক লাখ টাকা জরিমানা ও অপর একজনকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সকাল সোয়া ৭টার দিকে উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত ফয়েজ মিয়ার পুত্র ভুট্টু মিয়ার ভেজাল গুড়ের কারখানায় অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লালপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি শাম্মী আক্তারের ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ভেজাল গুড় সংরক্ষণের দায়ে ভুট্টুকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অপরদিকে একই গ্রামের মৃত জানবক্সের পুত্র কাবিল হোসেনকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।