ধূমকেতু নিউজ ডেস্ক : লিওনেল মেসির সঙ্গে নেইমারের বন্ধুত্বের কথা কার জানা নেই! কিন্তু এ বন্ধুত্ব ভুলে কোপা আমেরিকার শিরোপার লড়াইয়ে মাঠে নামতে যাচ্ছেন এ দুই তারকা। রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে রোববার ব্রাজিলের সঙ্গে আর্জেন্টিনা লড়বে বাংলাদেশ সময় ভোর ছয়টায়।
যেভাবে ফাইনালে আর্জেন্টিনা-ব্রাজিল
দুই দলের পারফরম্যান্স নিয়ে চুলচেরা বিশ্লেষণ থেমে নেই। ফাইনাল পর্যন্ত আসার আগে ছয়টির মধ্যে দুই দলই জিতেছে পাঁচটি করে ম্যাচ। যেখানে ব্রাজিল প্রতিপক্ষের জালে বল ঢুকিয়েছে ১২ বার পক্ষান্তরে আর্জেন্টিনা উল্লাসে মেতেছে ১১ বার।
ব্রাজিলে নেইমার এবং আর্জেন্টিনায় মেসি দুজনই দলে গুরুত্বপূর্ণ। দুজনই এবারের কোপায় নিজেদের নৈপুণ্যে দলকে এনে দিয়েছেন সাফল্য। কিন্তু যখনই দলে কার প্রয়োজনীয়তা অত্যধিক এমন প্রশ্ন আসে- তখন কোনো সন্দেহ ছাড়াই মেসির নাম চলে আসে আগে। তা ছাড়া কোপায় মেসির পারফরম্যান্সও এ প্রশ্নের প্রকৃত জবাব। গোল করা বা করানো প্রতিটি ক্ষেত্রেই এবারের কোপায় মেসি নেইমারের চেয়ে এগিয়ে।
এক নজরে মেসি-নেইমারের পারফরম্যান্স
** মেসি ম্যাচ খেলেছেন ৬টি। নেইমার খেলেছেন ৫টি।
** মেসির গোল সংখ্যা ৪। নেইমার গোল করেছেন ২টি।
** আর্জেন্টিনার করা ৫টি গোলে সহযোগিতা করেছেন মেসি। অপরদিকে ব্রাজিলের করা ৩টি গোলে সহযোগিতা করেছেন নেইমার।
** ফ্রি-কিক থেকে মেসি গোল করেছেন ২টি। অপরদিকে ফ্রি-কিক থেকে একটিও গোল করতে পারেননি নেইমার।
** মেসির কনভার্সন রেট ২৩.৫৩ শতাংশ। আর নেইমারের ১১.৭৬ শতাংশ।
** মেসি সতীর্থদের ৮০.৭৮ শতাংশ পাস দিয়েছেন ঠিকভাবে। অপরদিকে নেইমার সতীর্থদের ঠিকভাবে পাস দিয়েছেন ৮০.১৮ শতাংশ।
** মেসি ম্যাচপ্রতি ড্রিবল করেছেন ৫.৫টি। আর নেইমার ড্রিবল করেছেন ৫.২টি।