ধূমকেতু নিউজ ডেস্ক : তৃতীয়বার মাঠে গড়াচ্ছে মেয়েদের আইপিএল খ্যাত টি ২০ চ্যালেঞ্জ। আগামী ৪ থেকে ৯ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা।
এবার জাহানারা আলমের সঙ্গে টি ২০ চ্যালেঞ্জে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশ নারী টি ২০ দলের অধিনায়ক সালমা খাতুনও। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে তিন দলের এই টুর্নামেন্ট হবে বলে ভারতীয় ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে। শীর্ষ দুটি দল খেলবে ফাইনালে। চার ম্যাচের সম্ভাব্য ভেন্যু শারজা।
ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচক প্যানেল থেকে বিসিবির সঙ্গে যোগাযোগ করে টুর্নামেন্টের জন্য জাহানারা ও সালমাকে চাওয়া হয়েছে। পুরো বিষয়টি দেখভাল করছেন বিসিবির উইমেনস উইং ইনচার্জ তৌহিদ মাহমুদ। সব ঠিক থাকলে জাহানারা ও সালমা ২১ অক্টোবর ঢাকা ছাড়বেন। তার আগে বিসিবির ব্যবস্থাপনায় হবে তাদের করোনা পরীক্ষা।
জাহানারা বলেন, ‘আলহামদুলিল্লাহ। যা শুনেছেন ঠিকই। শুনেছেন সব ঠিক থাকলে হয়তো এবারও টি ২০ চ্যালেঞ্জে খেলতে যাচ্ছি।’ প্রথমবার আইপিএলে ডাক পেয়ে দারুণ উচ্ছ্বসিত সালমা। তিনি বলেন, ‘অনেক বড় একটা সুযোগ এসেছে। নিজের সেরাটা দেয়ার চেষ্টা থাকবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগে সমান গুরুত্ব দিয়ে অনুশীলন করছি। সব সুযোগ পাচ্ছি এখানে। ইনডোর, জিম, টার্ফে ব্যাটিং-বোলিং করার সুবিধাও পাচ্ছি।’
করোনার মধ্যে ফিটনেস ঠিক রাখতে পরিশ্রম করছেন জাহানারা ও সালমা। গত আসরে ভেলোসিটির হয়ে খেলেছিলেন জাহানারা। এবার এখনও দল চূড়ান্ত হয়নি জাহানারা-সালমাদের। আগামী ৮-১০ দিনের মধ্যে চূড়ান্ত হবে বলে জানা গেছে।
মার্চে অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপ খেলে আসার পর করোনার কারণে খেলা বন্ধ হয়ে যায় মেয়েদের। থমকে যায় অনুশীলনও। তবে লকডাউন উঠে যাওয়ার পর বিভাগীয় স্টেডিয়ামগুলোতে ছেলেদের পাশাপাশি মেয়েদের অনুশীলনও শুরু হয়। নভেম্বরে মেয়েদের ঘরোয়া লিগ আয়োজনের কথা ভাবছে বিসিবি।