ধূমকেতু নিউজ ডেস্ক : আগের দুই ওয়ানডেতে বাবর আজমের ব্যাট হাসেনি। যে কারণে ইংল্যান্ডের তৃতীয় সারির দলের কাছে হেরে গেছে পাকিস্তান। শুধু হারেইনি, বলতে গেলে নাস্তানাবুদ হয়েছে।
এবার মান বাঁচানোর লড়াইয়ে হাসল পাক অধিনায়কের ব্যাট। শুধু হাসেইনি, ওয়ানডেতে ক্যারিয়ারসেরা ইনিংস খেললেন তিনি। তার ১৫৮ রানের অনবদ্য ইনিংসে ভর করে ইংল্যান্ডকে ৩৩১ রানের পাহাড়সম টার্গেট দিয়েছে পাকিস্তান। এর আগে বাবরের ক্যারিয়ারসেরা ইনিংসটি ছিল ১২৫ নটআউট।
বার্মিংহামে মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয়টিতে টসে হারে পাকিস্তান।
বাবর আজমদের ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। প্রথম দুই ওয়ানডের মতো এবারও শুরুর দিকে আউট হয়ে যান ফাখর জামান। দলীয় ২১ রানের মাথায় আউট হন ফখর। পাক বংশোদ্ভূত ইংলিশ পেসার শাকিব মাহমুদের বলে আউট হয়ে ৬ রান করেই সাজঘরের পথ ধরেন ফখর।
তবে গত দুই ম্যাচের মতো এবার ফ্লপ হননি ওপেনার ইমাম উল হক আর বাবর আজম। বাবরের সঙ্গে জুটি গড়েন তিনি। ৭৩ বলে ৭ বাউন্ডারিতে ৫৬ রান করে পারকিংসনের বলে বোল্ড হয়ে ফেরেন ইমাম।
এরপর মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে দুর্দান্ত জুটি গড়েন বাবর। এ জুটি ২০ ওভারে ১৭৯ রান যোগ করে দলীয় সংগ্রহ তিন শর কাছে নিয়ে যান।
তিন শ থেকে ৮ রান দূরে থাকতে আউট হন রিজওয়ান। তার আগে ৫৮ বলে ৪ চারের সাহায্যে ৭৪ রানের ঝড়ো ইনিংস খেলেন।
তিন শ পেরুনোর পর দ্রুত কয়েকটি উইকেট পড়ে যায় পাকিস্তানের। ২৬ রানে শেষ ৬ উইকেটের পতন ঘটে পাকিস্তানের। একপ্রান্ত ধরে রেখে খেলছিলেন বাবর।
৫০তম ওভারের দ্বিতীয় বলে আউট হন তিনি। আর আগেই ক্যারিয়ারসেরা ইনিংস উপহার দেন পাক অধিনায়ক। ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি করেন বাবর।
ব্রাইডন কারসের শেষ ওভারে ১৩৯ বলে ১৪ বাউন্ডারি ও ৪ ছক্কার মারে ১৫৮ রান করেন তিনি।
নির্ধারিত ৫০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ৯ উইকেটে ৩৩১ রান।
ইংল্যান্ডের বোলারদের মধ্যে সবচেয়ে সফল কারসেই। ফাইফার পেয়েছেন ডানহাতি এই পেসার। ১০ ওভারে ৬১ রান খরচ করলেও নিয়েছেন ৫টি উইকেট। ৩ উইকেট সাকিব মাহমুদের।