ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে অভিযান চালিয়ে ১,৮৮,০০০/- (এক লাখ আটাশি হাজার) টাকার জাল নোটসহ আজিবর আলী (২৮) কে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
বুধবার (১৪ জুলাই) দুপুর ২ টার দিকে রাজশাহীর মতিহার থানাধীন মৌলভী বুধপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, আজিবর রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন মেহেরচন্ডী কড়ইতলা এলাকার মৃত ময়েজ উদ্দিন ওরফে মজুর ছেলে।
র্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর মতিহার থানাধীন মৌলভী বুধপাড়া এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশী কথিত জাল ১০০০ (এক হাজার) টাকার নোট ১০০ টি মোট = (১০০০ x ১০০) = ১,০০,০০০/-(এক লাখ টাকা), ৫০০ (পাঁচশত) টাকার নোট = ১৭৬ টি মোট = (৫০০ x ১৭৬) = ৮৮,০০০/- (আটাশি হাজার) সর্বমোট = ১,৮৮,০০০/- (এক লাখ আটাশি হাজার) টাকার জাল নোটসহ প্রতারক আজিবর আলীকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা ০১ টি মোবাইল ও ০১ টি সীমকার্ড জব্দ করা হয়।
র্যাব-৫ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহীর মতিহার থানায় স্পেশাল পাওয়ার এ্যাক্ট ১৯৭৪ এর ২৫-অ ধারার মামলা রুজু করা হয়েছে।