ধূমকেতু নিউজ ডেস্ক : ব্যক্তিগত রেকর্ড বা অর্জনের দিকে মনোযোগ নেই তার। দল ও দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই মুখ্য তার কাছে।
কোপা আমেরিকার শিরোপায় চুম্বনের পর এ কথাই জানিয়েছেন আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসি।
তবু কি রেকর্ড তাকে ছাড়া থাকতে পারে? মাঠে নামলেই রেকর্ড তার পায়ে লুটিয়ে পড়ে।
এবার পর্তুগিজ ফুটবলের যুবরাজ ক্রিশ্চিয়ানোর রোনাল্ডোর একটি বিশ্বরেকর্ড ছাড়িয়ে গেলেন মেসি। আর তা নিজের অজান্তেই।
অবশ্য রেকর্ডটি মাঠের বাইরের বিষয়।
এস্তাদিও দে মারাকানায় ব্রাজিলকে হারিয়ে কোপার শিরোপা নিয়ে সাজঘরে খালি গায়ে একটি ছবি তুলেছিলেন মেসি, যা নিজের ইনস্টাগ্রামে পোস্টের পর এক সপ্তাহে রেকর্ড গড়েছে।
এখন পর্যন্ত ছবিতে ‘লাভ’রিয়েক্ট পড়েছে প্রায় ২ কোটি ৭৫ হাজার ৬১০টি, যা রোনাল্ডোর ইনস্টাগ্রামে পোস্ট করা যে কোনো ছবি থেকে বেশি।
সে অর্থে এখন ইনস্টাগ্রাম ইতিহাসের সর্বোচ্চ রিয়েক্ট পাওয়া ‘ক্রীড়াবিষয়ক’ ছবি মেসির এ কোপার শিরোপসহ খালি গায়ে ছবি।