ধূমকেতু নিউজ ডেস্ক : নানা নাটকীয়তা শেষে অবশেষে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া। অসিদের বাংলাদেশ সফর এখন পুরোপুরি নিশ্চিত।
ইতোমধ্যে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সূচি অনুযায়ী, সফরে স্বাগতিকদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।
আগামী ৩ আগস্ট থেকে হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলায় শুরু হবে টি-টোয়েন্টি সিরিজটি।
অর্থাৎ জিম্বাবুয়ে সফর শেষে দেশে ফিরে তেমন একটা সময় পাচ্ছে না মাহমুদউল্লাহ রিয়াদের বাহিনী।
সিরিজ খেলতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশে এসে পৌঁছাবে ২৯ জুলাই। একই দিনে জিম্বাবুয়ে থেকে দেশে ফিরবে টাইগাররা।
বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবগুলোই হবে মিরপুর শেরেবাংলায়। করোনার কারণে ভেন্যু পরিবর্তন করা হবে না। আর সবগুলো ম্যাচই দিবারাত্রি।
বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সূচি :
তারিখ | ম্যাচ | ভ্যেনু |
৩ আগস্ট | ১ম টি-টোয়েন্টি | মিরপুর |
৪ আগস্ট | ২য় টি-টোয়েন্টি | মিরপুর |
৬ আগস্ট | ৩য় টি-টোয়েন্টি | মিরপুর |
৭ আগস্ট | ৪র্থ টি-টোয়েন্টি | মিরপুর |
৯ আগস্ট | ৫ম টি-টোয়েন্টি | মিরপুর |