মোহাম্মদ মোবারক হোসাইন :
আম্মু আমার খেলার সাথি
আম্মু আমার সুখ,
আম্মু আমার প্রথম নকীব
মিষ্টি সুরের মুখ।
আম্মু আমার পরশ পাথর
আম্মু আমার হাসি,
সত্যি আমি তোমায় আম্মু
অনেক ভালোবাসি।
আম্মু আমার জীবনটাকে আজ
করেছে অনেক খাঁটি,
তুমি আম্মু মহান ধরায়
তাই তোমায় বড় ভালবাসি।
আম্মু আমার প্রভুর রহম
ভুবনের ই মাঝে,
তুমি আম্মু থাকলে পাশে
জীবন আমার সাজে।
আম্মু আমার মনের সুর
আম্মু আমার বাশি,
ধরণীতে আম্মু তোমার
শ্রেষ্ঠ মিষ্টি হাসি।
আম্মু আমার জীবন মশাল
আম্মু আমার সব,
আম্মু আমায় শিখিয়েছে আজ
কে আমার সেই রব।
আম্মু আমায় দেখিয়েছে পথ
শিখিয়েছে খোদার বাণী,
জীবন চলার পরতে পরতে
আম্মু তোমার কথা মানি।
প্রভুর কাছে শেষ মিনতি
করছি আমি আজ,
আম্মুর মাথায় পরিয়ে দিও
জান্নাতের ঐ তাজ।
লেখক : মোহাম্মদ মোবারক হোসাইন, (কবি, লেখক, প্রাবন্ধিক), নোয়াখালী।