মোহাম্মদ মোবারক হোসাইন :
মরুর দুলাল মরুর দুলাল
আসলে কেন তুমি?
তুমি আসায় মরুর জাহান
পেল আলোর ভূমি।
তুমি আসার পূর্ব সময়
ধরণী ছিল কালো,
তুমি আসায় ধরার মাঝে
ফুটে উঠল আলো।
আলোর মশাল হাতে নিয়ে
সূদুর পথে চলা,
সত্য ন্যায়ের পথে থেকেই
দ্বীনের কথা বলা।
কোমল সুরের মিষ্টি কথায়
ডাকলে সত্যের পথে,
সরল পথের দিশা পেয়ে
চললো তোমার সাথে।
হাজার কষ্ট ব্যাথার পরেও
অভিশাপ করো নি কভু,
অবুঝ তারা ধরার মাঝে
মাফ করো প্রভু।
দ্বীনের পথে ঐশী মতে
বলছো প্রভুর বাণী,
দ্বীনের তরে প্রচার করে
ফেললে চোখের পানি।
কবুল করো এদের তুমি
জ্বালাও আলোর দিশা,
আলোর পথে ফিরবে তারা
মনে আমার আশা।
রাষ্ট্র প্রধান হয়ে যখন
প্রচার করলে দ্বীন,
জগৎবাসী ফিরছে তখন
ধরলো সুখের বীণ।
দলে দলে আসতে থাকে
দ্বীন প্রচারের কাজে,
মরুর দুলাল সাজিয়ে নিল
ধরা নতুন সাজে।
লেখক : মোহাম্মদ মোবারক হোসাইন, (কবি, লেখক, প্রাবন্ধিক), নোয়াখালী।