ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় গাঁজা সেবন করা অবস্থায় বজলু কশায় ও রতন আলী নামে দুই ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার চকছাতারী এলাকার একটি আম বাগান থেকে তাদের আটক করা হয়।
স্থানীয় লোকজন জানান, উপজেলার চকছাতারী এলাকার ফরিদুল্লার ছেলে বজলু কশায় (৪৫) এবং চকনারায়নপুর এলাকার আব্দুল গনির ছেলে রতন আলী (৩৫) মঙ্গলবার বেলা ১২ টার দিকে একটি আম বাগানে বসে গাঁজা সেবন করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশ এসে তাদের আটক করেন।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন সাজু জানান, দুই গাঁজাড়ুকে আটকের পর দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।