ধূমকেতু নিউজ ডেস্ক : কাবুলের পতনের মধ্য দিয়ে আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে তালেবান। দেশটিতে ক্ষমতার পরিবর্তন হচ্ছে। এরই মধ্যে বেশ কিছু পরিবর্তন এনেছে তালেবানরা। দিন দিন বদলাবে সেখানকার চিত্র। তাতে ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় আছে অনেকেই।
দেশটির জাতীয় দলের এক ফুটবলারও নিজের পরিবার নিয়ে চিন্তিত। নাম প্রকাশ না করার শর্তে সেই ফুটবলার কথা বলেন স্পেনের গণমাধ্যম মার্কার সঙ্গে। প্রতিবেদককে এক প্রশ্নের ফাঁকে তিনি বলেন, ‘আপনি কি আমার জন্য কিছু করতে পারবেন?’
আফগানিস্তান ছেড়ে পরিবার নিয়ে ইরান যাওয়ার পরিকল্পনা তার। কিন্তু হাতে পর্যাপ্ত অর্থ নেই। যেতে পারবেন কি না তাও নিশ্চিত নয়। এমন পরিস্থিতিতে মাঠের খেলার পরিবর্তে পরিবার নিয়ে উৎকন্ঠায় দিন যাচ্ছে তার।
তিনি বলেন, ‘আমি এবং আমার পরিবার শুধু একটি শান্তিপূর্ণ এবং নিরিবিলি জায়গায় থাকতে চাই এবং দুর্ভাগ্যবশত, আমরা কেবল বিদেশে এটি খুঁজে পেতে পারি। এখানে কেউ আপনাকে নিশ্চয়তা দিতে পারবে না যে, পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আমি আপনার কাছ থেকে একটা উপকার চাই, আপনি কি আমার জন্য কিছু করতে পারবেন?’
‘আমার স্ত্রী রয়েছে। ১৫ দিন আগে সে সন্তান জন্ম দিয়েছে। আমাদের কন্যা সন্তান রয়েছে। তার ভবিষ্যৎ এই মুহূর্তে আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি চাই সে যে দেশে বড় হবে তখন তাকে এই ধরণের পরিস্থিতি দেখতে হবে না।‘
‘যুদ্ধের কারণে আমি ২০,০০০ ডলার হারিয়েছি। আমি ৫০০০ ডলারের খোঁজে আছি। যেটা দিয়ে আমি পরিবার নিয়ে ইরান যেতে পারি। সত্য হল, সবকিছু স্থির থাকে না এবং জীবন চলমান। আপাতত আমাদের অনুভূতি ভালো নেই এবং ক্রমাগত ভয় আছি। শেষ সপ্তাহে কেউ ঘর থেকে বের হতে পারেনি। কিন্তু এখন নিজেদের কারণেই কঠিন পরিস্থিতিতে ঘর থেকে বের হতে হবে।’
‘যেটা আমাকে সবচেয়ে বেশি চিন্তিত করে তা হল আমার বাচ্চা মেয়ের ভবিষ্যৎ। আপনি যদি আমাকে কোন ভাবে সাহায্য করতে পারেন, আমি এটা কখনোই ভুলতে পারব না, এই পরিস্থিতিতে আমার এবং আমার পরিবারের সাহায্য প্রয়োজন, আমি আশা করি আপনি সাহায্য করতে পারবেন।’
ফুটবল নিয়ে চিন্তা করতে না চাইলেও পেশাদার খেলোয়াড় হিসেবে কিছুটা ভাবায় তাকেও। তালেবান ফুটবলে চাইলেও কিছু করতে পারবে না এমন কথা বলেছেন তিনি, ‘আমি মনে করি তালেবান শান্তি আনার চেষ্টা করছে। তাদের অধীনে এখন সব কিছু হবে। আশা করছি তালেবান আফগানিস্তান ফুটবল ফেডারেশনে হস্তক্ষেপ করবে না। যদি এমন কিছু হয় তাহলে ফিফা সদস্যপদ হারাতে পারে আফগানিস্তান। কারণ ফিফার নিয়মে আছে, সরকারের হস্তক্ষেপ আছে এমন কোনো সংস্থা ফিফার সদস্যভুক্ত দেশ হতে পারবে না।’