ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামের চাকলমা বাজারে ৪টি দোকানে আগুন লেগে ৪০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে।
বুধবার (১৮ আগস্ট) রাত ১টার দিকে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা বাজারে আশরাফ আলীর ৩টি দোকান ও স্বপন নামের এক জনের ১টি সেলুন পুরে গেছে।
এর মধ্যে আশরাফ আলীর একটি সার-কীটনাশক দোকান, একটি মুদির দোকান, একটি গোডাউন ও স্বপনের সেলুন ছিলো। মধ্যেরাতে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পরলে স্থানীয়রা ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করে। তারা নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও থানা পুলিকে খবর দেয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে আলহাজ্ব আশরাফ আলী জানান, আমার ৩টি দোকানে অগ্নিকান্ডে আনুমানিক ৩৯ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। স্বপন চন্দ্র জানান, আমার সেলুনে ১লক্ষ টাকা ক্ষতি হয়েছে।
নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তানভীর আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে। ক্ষয়-ক্ষতির পরিমান তদন্ত করে বলা যাবে।