ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : এবছর নতুন নিয়মে স্বচ্ছতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে লোক নিয়োগের প্রচারণা বিষয়ে সংবাদ সম্মেলন করেছে নওগাঁ জেলার বদলগাছী থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে থানার ভারপাপ্ত কর্মকর্তার অফিস রুমে নওগাঁর জেলা পুলিশের আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন, নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, বদলগাছী থানার এসআই আব্দুল আজিজ, কামরুল ও সামা।
এসময় উপস্থিত ছিলেন, বদলগাছী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানজাদ রয়েল সাগর, সাবেক সভাপতি এমদাদুল হক দুলু, সাংবাদিক সৈকত সোবহান, আবু জার গিফারি, খালিদ হোসেন মিলু, রাসেল রানাসহ আরও অনান্য সাংবাদিকবৃন্দ প্রমূখ।
সংবাদ সম্মেলনে বদলগাছী থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানের জন্য জনগনের কাঙ্খিত জনবান্ধব পুলিশ বাহিনী গঠনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ পুলিশ পরিবারের সর্বোচ্চ অভিভাবক আমাদের স্বপ্ন মাত্রার অগ্রনায়ক আধুনিক পুলিশের রূপকার ইন্সপেক্টর জেনালেন অব পুলিশ বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগে সর্বোচ্চ স্বচ্ছতার মাধ্যেমে যোগ্য প্রার্থী নির্বাচনে নতুন নিয়ম ও পদ্ধিতির প্রবর্তন করেছেন।
তিনি লিখিত বক্তব্যে আরও বলেন, ইন্সপেক্টর জেনালেন অব পুলিশ বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) স্যারের প্রবর্তিত নতুন নিয়মে এবছর সর্বোচ্চ স্বচ্ছতার ভিত্তিতে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। নিয়োগের সময় চাকুরী প্রত্যাশীরা যাতে দালাল ও প্রতারকদের খপ্পরে যেন না পরে সেই লক্ষে জেলা পুলিশ সুপার স্যারের নেতৃত্বে সেটি সার্বক্ষনিক মনিটরিং করবে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট।