ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজে বঙ্গবন্ধু কর্ণার এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে ফিতা কেটে বঙ্গবন্ধু কর্ণার এর উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
উদ্বোধন শেষে বঙ্গবন্ধু কর্ণার পরিদর্শন করেন সিটি মেয়র ও অন্যান্য অতিথিবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী, উপাধ্যক্ষ ডা. হাবিবুল্লাহ সরকার, রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. শামীম ইয়াজদানী, স্বাচিপ রামেক শাখার সাধারণ সম্পাদক ডা. মাহবুবুর রহমান খান বাদশা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এফএমএ জাহিদ, রামেক শাখা ছাত্রলীগ সভাপতি ডা. মনন কান্তি দাস ও সাধারণ সম্পাদক ডা. মোঃ ইমরান হোসেন প্রমুখ।