ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের রাণিহাটিতে জুয়া খেলারত অবস্থায় জুয়ার উপকরণসহ ৮ জুয়াড়িকে র্যাব সদস্যরা আটক করেছে।
শুক্রবার রাতে রাণিহাটি ইউনিয়নের ঘোড়াপাখিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হচ্ছে, সদর উপজেলার রাণিহাটি ইউনিয়নের ঘোড়াপাখিয়া কামারপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে কাজল আলী (২৪), একই এলাকার আব্দুল কাদেরের ছেলে মোঃ জেনারুল হক(২৯), ওসমান গণির ছেলে নূরুল ইসলাম (৩০), মৃত একরামুল হক খুদুর ছেলে রানা (৩০), পুইট্টাপাড়া এলাকার সাইফুদ্দিনের ছেলে মাহাবুব আলম (৩২), ঘোড়াপাখিয়া বুড়াপাড়ার ছবেদ আলীর ছেলে আমিরুল ইসলাম (৪৮), শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ঘোড়াপাখিয়া ঘাট এলাকার ওমর আলীর ছেলে রুহুল আমিন (৩০) ও ছত্রাজিতপুর ইউনিয়নের কমলাকান্তপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে বাবর আলী (৩৮)।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টায় সদর উপজেলার রাণীহাটি ইউনিয়নের ঘোড়াপাখিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় জুয়াড়িরা জুয়া খেলারত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার ওমর আলী’র নেতৃত্বে র্যাবের একটি দল উক্ত স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় জুয়া খেলার উপকরণসহ নগদ ৩২ হাজার ৩০ টাকা জব্দ করা হয়।