ধূমকেতু নিউজ ডেস্ক : করোনা মহামারির কারণে স্থগিত ৪০ তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হতে পারে আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে। এর আগে পরীক্ষাটি শুরু হওয়ার কথা ছিল গত ১৬ ফেব্রুয়ারি।
বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) থেকে সোমবার এ তথ্য জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পিএসসির এক কর্মকর্তা বলেন, মৌখিক পরীক্ষা নিতে সব ধরণের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে কর্ম কমিশন। পরিস্থিতি স্বাভাবিক থাকলে আটকে থাকা ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা সেপ্টেম্বরে শুরু হবে। আশা করছি খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’
২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন চার লাখ ১২ হাজার ৫৩২ জন। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। তাঁদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। আর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১০ হাজার ৯৬৪ জন।
৪০ তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নেয়া হবে। এতে প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেয়া হবে। মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেয়া হবে।