ধূমকেতু নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ১১টি মামলার শুনানির জন্য আগামী ২০ অক্টোবর ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন্। তিনি জানান, ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ শুনানির জন্য এ তারিখ ধার্য করেছেন।
এসব মামলা শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গতবছর ১০ আগস্ট তারিখে। করোনা সংক্রমণ রোধে আদালতের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকায় শুনানির তারিখ পেছানো হয়।
খালেদা জিয়ার নামে থাকা ১১ মামলার মধ্যে রাজধানীর দারুস সালাম থানায় ৮টি, যাত্রাবাড়ী থানায় ২টি ও রাষ্ট্রদ্রোহের ১টি মামলা রয়েছে।
বর্তমানে এসব মামলা ঢাকার মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন। মামলাগুলো অভিযোগ গঠনের শুনানির পর্যায়ে রয়েছে।