ধূমকেতু নিউজ ডেস্ক : ফরাসি ওপেনের নারী এককের ফাইনালে উঠলেন চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জেতা যুক্তরাষ্ট্রের সোফিয়া কেনিন। পেত্রা কেভিতোভাকে হারিয়েছেন তিনি। ফাইনালে তার প্রতিপক্ষ পোল্যান্ডের ইগা শিয়াওতেক।
বৃহস্পতিবার প্যারিসের রোলাঁ গারোঁয় দুবারের উইম্বলডন চ্যাম্পিয়ন চেক রিপাবলিকের কেভিতোভাকে ৬-৪, ৭-৫ গেমে হারান ২১ বছর বয়সী কেনিন।
অন্যদিকে আর্জেন্টাইন তারকা নাদিয়া পোদোরোস্কাকে সরাসরি সেটে ৬-২, ৬-১ হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন পোল্যান্ডের শিয়াওতেক। ১৯ বছর বয়সী তারকার এটিই প্রথম কোনো গ্ল্যান্ড স্লাম ফাইনাল। এছাড়া ১৯৩৯ সালের পর এই প্রথম কোনো পোলিশ তারকা ফরাসি ওপেনে মেয়েদের এককে ফাইনালে উঠলেন।
শনিবার (১০ অক্টোবর) মেয়েদের একক ফাইনালে শিরোপা লড়াইয়ে নামবেন কেনিন ও শিয়াওতেক।