ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে বৈঠক করার সময় শিবিরের ২ কর্মীকে আটক করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ এবং প্রায় অর্ধশতাধিক শিবির কর্মী পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পালিয়ে যায়।
এ সময় তাদের ফেলে যাওয়া বৈঠক স্থল হতে ৩ টি মোটরসাইকেল, ২ টি ল্যাপটপ, ৯টি মোবাইল ফোন ও বই উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ললিতাহার গ্রামের আব্দুল গফুরের ছেলে আল আমিন (২৪) ও বোয়ালিয়া মডেল থানার দেবিসিংপাড়া আম বাগানের মৃত মতিউর রহমানের ছেলে বখতিয়ার আবির (১৯)।
পুলিশ জানায়, গত মঙ্গলবার ৩১ আগষ্ট রাতে বোয়ালিয়া মডেল থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বোয়ালিয়া থানার দেবিসিংপাড়া আমবাগান এলাকায় একটি বাড়ীর ভিতরে জামায়াত শিবিরের কিছু গোপন বৈঠক করছে। বিষয়টি জানতে পেরে পুলিশ অভিযান চালিয়ে আল আমিন ও বখতিয়ার আবিরকে আটক করে।