ধূমকেতু প্রতিবেদক, আদমদীঘি : স্টুডেন্ট ব্লাড অর্গানাইজেশন অব বাংলাদেশ, আদমদিঘী উপজেলা শাখার উদ্যোগে পবিত্র কুরআন শরীফ ও উপহার সামগ্রী বিতরণ কর্মসূচী পালিত হয়েছে।
সোমবার সকালে কর্মসূচীতে মেজবাউল হাসান তালুকদার জিহাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি জান্নাতুল ফেরদৌস প্রিয়তী।
বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক তহমিদুর রহমান তানিন।
কর্মসূচী পরিচালনা করেন, আদমদিঘী উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আফসানা মিমি, সঞ্চালনায় ছিলেন আদমদিঘী উপজেলা শাখার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন, দপ্তর সম্পাদক মশিউর মন্ডল ও সিনিয়র সদস্য হাফিজ বাপ্পি হোসাইন।
কর্মসূচীর অংশ হিসেবে ৬ টি মাদ্রাসায় মোট ৩১ টি পবিত্র কুরআন শরীফ, একটি মাদ্রাসায় উন্নয়ন প্রকল্পে সহযোগিতা ও নগদ ২০০০ টাকা হাদিয়া প্রদান করা হয়।