ধূমকেতু নিউজ ডেস্ক : রোববার বিসিবি প্রেসিডেন্টস কাপের উদ্বোধনী ম্যাচে নাজমুল শান্ত একাদশের বিপক্ষে আগে ব্যাট করে ৪ উইকেটে হেরেছিল মাহমুদউল্লাহ রিয়াদ একাদশ। টুর্নামেন্টে নিজেদের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে আজ (মঙ্গলবার) দ্বিতীয় ম্যাচে জয়টা খুব জরুরি তাদের।
তাই প্রথম ম্যাচের চেয়ে পরিকল্পনায় খানিক পরিবর্তন এনেছে মাহমুদউল্লাহ একাদশ। সেদিন টস হেরে আগে ব্যাট করতে হলেও, আজ তামিম ইকবাল একাদশের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
অর্থাৎ আগে ব্যাটিং করবে তামিম একাদশ। যার ফলে ম্যাচের শুরুতেই দেখা যাবে দুই প্রজন্মের দুই তামিমের উদ্বোধনী জুটি। একজন দেশসেরা ওপেনার তামিম ইকবাল ও অন্যজন সদ্যই যুব ক্রিকেট পেরিয়ে আসা বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম।
এ দুই বাঁহাতির জুটিতেই শুরু হবে তামিম একাদশের ব্যাটিং। এই ম্যাচ জিতলে নাজমুল একাদশের মতো শুভসূচনা পাবে তামিম একাদশ। তবে হেরে গেলেও পরের তিন ম্যাচে সুযোগ থাকবে ঘুরে দাঁড়ানোর। কিন্তু মাহমুদউল্লাহ একাদশ এই ম্যাচ হারলে কঠিন হয়ে যাবে তাদের সমীকরণ।