ধূমকেতু প্রতিবেদক : সিরাজগঞ্জের শাহাজাদপুরে ৪০ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। সোমবার বিকেল সোয়া ৫ টার দিকে গোপন সাংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানাধীন বগুড়া টু নগরবাড়ী রোডের উপর বাঘাবাড়ী ওয়েল ডিপো এর সামনে অস্থায়ী চেকপোষ্টের মাধ্যমে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো, পাবনা জেলার ফরিদপুর থানাধীন কালি আনী এলাকার সোহরাব আলী প্রামাণিকের ছেলে ফরিদুল ইসলাম (৩১) ও সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানাধীন নগর বায়ড়া এলাকার জামাল উদ্দিনের ছেলে আলম হোসেন (২৬)।
র্যাব-১২ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, র্যাবের এ্যাডজুটেন্ট (অপ্স অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার ও সদর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান এর নেতৃত্বে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি দল সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানাধীন বগুড়া টু নগরবাড়ী রোডের উপর বাঘাবাড়ী ওয়েল ডিপো এর সামনে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বড় কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো- উ- ১২-০২২০) তল্লাশী করে ৪০ কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে থাকা ০২ টি মোবাইল, ০২ টি সিম ও কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
র্যাব-১২ আরও জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইরেন ৩৬(১) সরনীর ১৯(গ)ধারায় মামলা দায়ের করা হয় ও উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে থানায় হস্তান্তর করা হয়।