ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম ধূমকেতু নিউজ সংবাদের প্রকাশের পর সেই মানসিক প্রতিবন্ধী নারীর সন্ধান পাওয়া গেছে। তার নাম মাজেরা খাতুন (৩২)।
তিনি বাঘা উপজেলার মোল্লাপাড়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাক আলীর মেয়ে। তার পরিবারের দাবী সে মানুষিক রোগে আক্রান্ত ছিল। যার কারণে সে গত ১৪ বছর আগে বাড়ি থেকে বের হয়ে এতোদিন নিরুদ্দেশ ছিল।
মা হাজেরা বেওয়া বলেন, আমরা খুবই গরিব মানুষ। আমাদের এক ছেলে আর এক মেয়ে নিয়ে পরিবার ছিল। মেয়েটি আগে ভালো ছিল। গত ১৫ বছর আগে তার বিয়ে হয়েছিল। বিয়ে কয়েকদিন পর তাকে ভূতে ধরেছিল। আর সে কারণে স্বামী ছেড়ে দিয়েছে। এরপর থেকে সে পাগল হয়ে বাড়িতেই ছিল। আর গত ১৪ বছর আগে সে সকলের অগচরে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। গত তিনদিন আগে গ্রামের লোকজন আমাকে জানিয়েছেন মেয়েকে পাওয়া গেছে। পরে পুঠিয়া হাসসপাতালে এসে তাকে পেয়েছি। এখন মেয়ে কাউকে চিনতে পারছে না। এমনকি সে কোনো কথাও বলতে পারছে না।
তিনি বলেন, আমাদের কোনো জায়গা-জমি নেই। তার মধ্যে মেয়ের পিতা এক বছর আগে মারা গেছে। এখন আমি ভিক্ষা করে খাই। এ অবস্থায় মেয়ের ভালো চিকিৎসা করাবো কি করে! তাই এখানেই রেখে ডাক্তারা যা চিকিৎসা দেন তাই করাব।
হাসপাতালে দেখতে আসা মাজেরা খাতুনের প্রতিবেশী মাসুদ বলেন, লোকমুখে শুনেছিলাম মাজেরা খাতুনকে জীনে ধরেছিল। যার কারণে সে বিয়ের এক সপ্তাহের মধ্যে স্বামির সংসার ত্যাগ করে বাবার বাড়িতে চলে আসে। এরপর সে পাগল হয়ে গত প্রায় ১৪ বছর আগে বাড়ি থেকে নিখোঁজ হয়। এতোদিন তার কোনে পাওয়া যায়নি। গত কয়েকদিন আগে অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম ধূমকেতু নিউজ তার সন্ধান চেয়ে ছবিসহ একটি সংবাদ প্রকাশ হয়। সে সূত্রে আমাদের গ্রাম থেকে দুই তিনজন লোক প্রথমে এসে মাজেরাকে নিশ্চিত করেন। এরপর গত সোমবার তার মাকে হাসপাতালে আনা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুল মতিন বলেন, আগে ওই রোগি অজ্ঞাত ছিল। এখন তার পরিচয় ও পরিবার পাওয়া গেছে।চিকিৎসাধিন মানুষিক প্রতিবন্ধী ওই মহিলা বিভিন্ন রোগে আক্রান্ত। যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এসকল চিকিৎসার ব্যবস্থা নেই। তবে তাদের বলা হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার জন্য।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টম্বর দুপুরে মাজেদা খাতুনকে পুঠিয়া সদর এলাকায় রাস্তার পাশে পড়ে ছিল। সে মানুষিক প্রতিবন্ধী হওয়ায় সে সময় তার পরিচয় জানা যায়নি। তবে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন। পরে থানা পুলিশের সহয়তায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করানো হয়। এদিকে পরিচয় জানতে গত ২৯ সেপ্টম্বর অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম ধূমকেতু নিউজ একটি সংবাদ প্রকাশ করা হয়। সে সূত্র ধরে নিখোঁজের ১৪ বছর পর অজ্ঞাত মানুষিক প্রতিবন্ধী মাজেরা খাতুন তার পরিবারের সন্ধান পেলো।