ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ৩৭ জনকে আটক করেছে মহানগর পুলিশ। বুধবার (০৬ অক্টোবর) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, গোদাগাড়ী মডেল থানা ২ জন, তানোর থানা ৪ জন, মোহনপুর থানা ৭ জন, বাগমারা থানা ৫ জন, দুর্গাপুর থানা ৩ জন, পুঠিয়া থানা ৬ জন, চারঘাট মডেল থানা ৯ জন ও বাঘা থানা ১ জনকে আটক করে।
আটকৃতদের মধ্যে ২৭ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৪ জনকে মাদকদ্রব্যসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, বাগমারা থানা পুলিশ জুয়েল প্রাং(৩০) কে ০৬গ্রাম হেরোইনসহ আটক করে। চারঘাট মডেল থানা পুলিশ সোহেল রানা (৩৪) এবং তোফাজ্জল হোসেন (২৮) কে ৫২বোতল ফেন্সিডিলসহ আটক করে। বাঘা থানা পুলিশ সাকিল আলী (১৯) কে ২ বোতল ফেন্সিডিলসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।