ধূমকেতু প্রতিবেদক, পাবনা : পাবনা সদর উপজেলাধীন রাধানগরে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে রাধানগর ডা: সাহাদতের চেম্বার হতে শামীম চৌধুরীর বাড়ী ভায়া ব্যাংকার ইউনুসের বাড়ী পর্যন্ত এ রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, পৌর ১১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সানাউল হক সানু, সাধারণ সম্পাদক নুরে আলম, সাবেক কমিশনার আব্দুস সালাম, ১০,১১,১২ এর মহিলা কমিশনার শাহানারা আক্তার।
আরও উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রলীগ নেতা মাহমুদ, মিরাজ, সাবেক আওয়ামী লীগ নেতা নিজাম, সাইফুল, এডওয়ার্ড কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল হোসেন, যুবলীগ নেতা নোহান, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সাবেক জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।