ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া রাজপরগণার শ্যামসাগর (দিঘী) থেকে সুজন আলী (৩২) নামের এক প্রতিবন্ধি যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছেন পুলিশ।
এদিকে নিখোঁজের ২৪ ঘন্টা পর তার উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে চলছে নানা আলোচনা-সমালোচনা। পুলিশ তার লাশ ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
মৃত সুজন আলী উপজেলা সদর পুঠিয়া গ্রামের জামাল উদ্দীনের ছেলে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক তথ্য মতে প্রতিবন্ধি সুজন আলী প্রতিদিন ভোরে এলাকার বিভিন্ন পুকুরপাড় গুলোতে ঘুরে মরা মাছ সংগ্রহ করে তা বিক্রি করতো। গত বুধবার (১৪ অক্টোবর) ভোরে মরা মাছ সংগ্রহ করতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন রাজবাড়ীর শ্যামসাগরে তার প্রায় অর্ধগলিত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। প্রাথমিক ভাবে আমরা ধারনা করছি মৃত সুজন আলী শারীরিক প্রতিবন্ধি হওয়ায় সে সাঁতার জানতো না। যার কারণে সে হয়তো গভীর পানি থেকে মরা মাছ আনতে গিয়ে তলিয়ে যায়। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।