ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দূর্গাপূজা। হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ এই উৎসবকে কেন্দ্র করে মন্দির পরিদর্শন করে চলেছেন কাচারী কোয়ালী পাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী আব্দুল মান্নান সরকার।
বুধবার রাতে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে কাচারী কোয়ালীপাড়ায় ঐতিহ্যবাহী পুরাতন রাজবাড়ী কালীমাতা ও শ্রী শ্রী গোবিন্দ মন্দিরে দূর্গাপূজা পরিদর্শন করেন। পরিদর্শন কালে মন্দির কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের হাতের নগদ অর্থ সহায়তা করেন। প্রতিটি নির্বাচনে হিন্দু ভোটারদের অনেক ভূমিকা রয়েছে। হিন্দু সম্প্রদায়ের সমার্থন পেতে মন্দির পরিদর্শন করেন তিনি। বিশেষ করে ইউনিয়ন জুড়ে একটি স্থানে হচ্ছে দূর্গাপূজা। সেখানে পরিদর্শন কালে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে কুশল বিনিময় করেন আব্দুল মান্নান সরকার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবেদ আলী, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জেহের আলী, সাধারণ সম্পাদক আবের আলী, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান।
আরও উপস্থিত ছিলেন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমেদ আলী, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন হোসেন, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন, ৪নং ওয়ার্ড যুব লীগের সভাপতি আজাদ আলী, ৫ নং ওয়ার্ড যুব লীগের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।
এসময় মন্দির কমিটির সভাপতি সুনিল কুমার সরকার, সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র প্রামানিক।